আমার বয়স ২৫ ।। গ্রেগরি কোর্সা Poem by Rahman Henry

আমার বয়স ২৫ ।। গ্রেগরি কোর্সা


.
শেলি শ্যাটারটন ও র‌্যাবোর জন্য
এক ধরণের প্রেম, একধরণের উন্মাদনা
এবং আমার দুর্দশাগ্রস্থ মুখের চিৎকার
কান থেকে কানে পৌঁছে গিয়েছিলো:
‌‘‘বৃদ্ধ-কবি-লোকদের ঘৃণা করি আমি! ''
বিশেষত ওইসব বুড়োকবি যারা পেছনে ফেরে
যারা অন্যান্য বুড়োদের সাথে শলাপরামর্শ করে
যারা ফিসফিসিয়ে স্মৃতিচারণ করে নিজেদের যৌবনকালের,
এই বলে যে: —তখন আমি এটা করেছিলাম
কিন্তু সেটা ছিলো তখনকার কথা
সেটা সেই সময়ের কথা—

ও হে, বৃদ্ধদের শান্ত করবো আমি,
ওদেরকে বলবো: — আমি তোমাদের বন্ধু
একদা তোমরা যা ছিলে, আমার মাধ্যমে
আবার তোমরা ওটাই হবে—
তারপর রাত্রিকালে তাদের আত্মবিশ্বাসী বাড়িগুলোয় গিয়ে
ক্ষমাপ্রার্থী-জিহ্বা ছিঁড়ে নেবো
আর চুরি করবো ওদের কবিতাগুলো।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

গ্রেগরি কোর্সা (২৬ মার্চ ১৯৩০ - ১৭ জানুয়ারি ২০০১) : মার্কিন কবি। কোর্সা ছিলেন বিট জেনারেশনের কনিষ্ঠতম সদস্য। জন্ম নিউ ইয়র্ক সিটিতে; মৃত্যুবরণ করেছেন মিনিসোটায়। বিট ও পোস্ট-মর্ডানিস্ট সাহিত্য আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। সর্বকনিষ্ঠ হলেও, বিট কবিদের প্রকাশনা-পর্বে, দ্বিতীয় বইটিই [The Vestal Lady on Brattle, ১৯৫৫] ছিলো কোর্সার। উল্লেখ্য, বিট জেনারেশন প্রকাশনায় প্রথম বইটি [The Town and the City, ১৯৫০], ছিলো জ্যাক কেরোয়াকের।
.

*
#GregoryCorsoPoems
.

This is a translation of the poem I Am 25 by Gregory Corso
Wednesday, March 28, 2018
Topic(s) of this poem: age,old age ,poets,youth day
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success