তোমার অন্তরে যদি ঔৎসুক্য থাকে ।। জাভেদ আখতার Poem by Rahman Henry

তোমার অন্তরে যদি ঔৎসুক্য থাকে ।। জাভেদ আখতার

তোমার অন্তরে যদি ঔৎসুক্য থাকে ।। জাভেদ আখতার

.
তোমার অন্তরে যদি ঔৎসুক্য থাকে, তার মানে বেঁচে আছো,
তোমার দু'চোখ ভরা স্বপ্ন থাকে যদি, তার মানে বেঁচে আছো
বাতাসের মতো তুমি মুক্ত হতে শেখো,
তটিনীর মতো বয়ে যেতে শেখো,
প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করো দু'হাত বাড়িয়ে,
প্রত্যেকবার চোখ মেলে, নতুন নতুন সব দিগন্তকে দেখো,
তোমার দু'চোখ যদি বিস্ময় বয়ে নেয়, তার মানে বেঁচে আছো
তোমার অন্তরে যদি ঔৎসুক্য থাকে, তার মানে বেঁচে আছো...
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জাভেদ আখতার (১৭ জানুয়ারি ১৯৪৫ -) : ভারতীয় কবি, সংগীত রচয়িতা ও স্ক্রিপ্ট-রাইটার। ১৯৭১ থেকে ১৯৮২ সময়কালে, সেলিম খানের সাথে যৌথভাবে রচিত তার চলচ্চিত্র স্ক্রিপ্টগুলো সেলিম-জাভেদ স্ক্রিপ্ট নামে খ্যাতিমান হয়েছে। ৫ বার ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড, সাহিত্য আকাডেমি পুরস্কার, পদ্মশ্রী (১৯৯৯)ও পদ্মভূষণ (২০০৭)রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে। বৃটিশ ভারতের, গোয়ালিয়রে জন্ম। তার বাবা জান নিসার অাখতারও বলিউড চলচ্চিত্রের সংগীত রচয়িতা এবং উর্দুভাষী কবি ছিলেন। তার শৈশব কৈশোর কেটেছে লখনৌতে। প্রথম স্ত্রী হানি ইরানির সাথে ছাড়াছাড়ি হবার পর, অভিনেত্রী শাবানা আযমি'র সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। শাবানা আযমিও উর্দু কবি কাইফি আযমি'র কন্যা। প্রথম স্ত্রীর গর্ভে এক পুত্র ও এক কন্যা রয়েছে তার । এই কবি ২০০৯ সালে, রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
.

*
#JavedAkhtarPoems
.

This is a translation of the poem If You Have Eagerness In Your Heart by Javed Akhtar
Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: lifestyle,life and death,life
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success