সারাদিন সমুদ্রের শব্দ শুনি ।।জেমস জয়েস Poem by Rahman Henry

সারাদিন সমুদ্রের শব্দ শুনি ।।জেমস জয়েস

Rating: 5.0

সারাদিন সমুদ্রের শব্দ শুনি ।।জেমস জয়েস


.
সারাদিন সমুদ্রের শব্দ শুনি
তুলিতেছে আর্ত-গর্জন,
শঙ্খচিলের মত দুঃখি আমি, একা একা
সম্মুখে হাঁটছি যখন,
সে শুনিছে, একঘেঁয়ে সমুদ্রধ্বনির কানে
বাতাসের বিহিত রোদন।

বহিছে ধূসর হাওয়া, হিম হাওয়া
যেখানেই যাই।
বহুদূর, বহু নিচে, অগণিত সমুদ্রের
শব্দ শুনতে পাই।
সারাদিন, সারারাত, এদিকে সেদিকে ওরা
অতিক্রম করে যাচ্ছে চড়াই-উতরাই।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জেমস জয়েস (২ ফেব্রুয়ারি ১৮৮২ -১৩ জানুয়ারি ১৯৪১) : আইরিশ কবি, ছোটগল্পকার ও ঔপন্যাসিক। বিশ শতকের প্রভাবশালী কবি ও লেখক হিসেব বিবেচিত হন। জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে; আলসার নিরাময়ে অস্ত্রপচার করতে গিয়ে জুরিখে মৃত্যুবরণ করছেন।
.

*
#JamesJoycePoems
.

This is a translation of the poem All Day I Hear The Noise Of Waters by James Joyce
Friday, February 2, 2018
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success