একা পুরুষ ।। লুইস বোগান Poem by Rahman Henry

একা পুরুষ ।। লুইস বোগান

Rating: 5.0

একা পুরুষ ।। লুইস বোগান

.
দীর্ঘ ক্রোধের ভেতর
তুমি নিজেই তো চাইছো
আলো ও অন্ধকারের ভেতর দিয়ে নিজেকে ছেঁকে নিতে,
আয়নাসমূহ, গ্রন্থের পৃষ্ঠা,

কোথায় প্রতিফলিত হওয়া উচিত
ওই চোখ দুটোর আর সেই সঘন চুলের,
সেই আবেগি চাহুনির, ওইসব হাসির।
তোমার কাঁধ দৃশ্যমান হচ্ছে

গ্রন্থের ভেতর, কিংবা দ্বিগুণে,
উন্মুক্ততায়, রূপালি কাচের ভেতর;
অন্যসব বস্তুর ভেতর দিয়ে
তোমার অতিক্রান্ত হওয়া দরকার নিজে নিজেই।

কাচটা অপসৃত হচ্ছে না;
দেয়ালগুলোর মত দাঁড়িয়ে আছে আয়নারা;
মুদ্রিত পৃষ্ঠাগুলো ফিরিয়ে দিচ্ছে
শব্দাবলী অন্য এক হাতের সহায়তায়।

এবং তোমার প্রেমমোহিত চোখ
নিচের দিকে মিলিত হচ্ছে না পরস্পর;
তোমার বাহুবন্ধনে শুয়ে থাকছে আগন্তুকেরা
এখন যেমন আমি শুয়ে আছি।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* লুইস বোগান (১১ আগস্ট ১৮৯৭ - ৪ ফেব্রুয়ারি ১৯৭০) : মার্কিন কবি ও কবিতা সম্পাদক। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রায় চার দশক কবিতা সম্পাদনা করেছেন। ১৯৪৫ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪র্থ পোয়েট লরিয়েট নিযুক্ত হয়েছিলেন(১৯৪৫-১৯৪৬) ।
.
*
#LouiseBoganPoems
.

This is a translation of the poem Man Alone by Louise Bogan
Sunday, February 4, 2018
Topic(s) of this poem: alone,disappointment,love and friendship
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 22 November 2019

এবং তোমার প্রেমমোহিত চোখ নিচের দিকে মিলিত হচ্ছে না পরস্পর; তোমার বাহুবন্ধনে শুয়ে থাকছে আগন্তুকেরা এখন যেমন আমি শুয়ে আছি।/// beautiful translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success