পুরুষ একটি নারী চায় Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

পুরুষ একটি নারী চায়

সব পুরুষেরই একটি নারী চায়
শুধু সৌন্দর্য্য উপভোগের জন্য নয়
শুধু কাম-বাসনা মেটানোর জন্যও নয়
তার একটি নারী চায়
প্রাত্যহিক জীবন-যুদ্ধে সাথী করতে
তাকে ঘরনী করতে
তার হৃদয়ের রানী করতে
পুরুষ জানে যে ঘরে ঘরণী নেই
সে ঘর ঘরই নয়
দিনের শেষে যাতে ঘরে ফেরার আকর্ষণ থাকে
তাই সে একটি নারী চায়
প্রকৃত পুরুষের হৃদয় খুব দূর্বল
তারা ভাবুক, শিশুর মতো
অনেকেই মানসিক দিক থেকে আহত থাকে
তারা যখন নারীর ভালবাসা পায়
সেরে উঠে
তার প্রতি আসক্ত হয়
শক্তিশালী হয়, বিশ্বাসী হয়
তাকেই আঁকড়ে ধরে
অন্য কোন নারীর দিকে ফিরেও চায়না।

Tuesday, February 20, 2018
Topic(s) of this poem: woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success