উলট আর পালট Poem by Nahar piya

উলট আর পালট

আমরা তো আমরা না!
তোমরা তো তোমরা না।
তুমি তো তুমি না,
আমি তো আমি না।
সে তো সে না।
আমরা তো আমরা না!
দিন তো দিন না
রাত তো রাত না
উলট পালট পালট উলট,
তোমরা তা দেইখো না
তোমরা তা মাইনো না
আমরা তো আমরা না।
নাই তো চোখ
দেখো না, আবার তা দেখাও না।
তোমরা তো তোমরা না।
পাগল তো পাগল না,
মানুষ তো মানুষ না।
হাসি তো হাসি না।
কান্না আবার লুকাই না।
বলি কথা শুনি না,
শুনি কথা বলি না।
এই দুনিয়া উলটপালট
সামনে পিছে পিছে সামনে।
আমি তো আমি না,
তুমি তো তুমি না।
আমরা তো আমরা না।
তোমরা তা মাইনো না।।

Monday, February 26, 2018
Topic(s) of this poem: social behaviour
POET'S NOTES ABOUT THE POEM
thinking about society.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Nahar piya

Nahar piya

dhaka, Bangladesh
Close
Error Success