বিদায় তাহারে Poem by Nahar piya

বিদায় তাহারে

আমি যা চাইছি,
সে তা চায় নাই।
সে পাশে রইছে,
আমি পাশে রাখি নাই।.
সে কিছু বলে নাই,
আমি সব বলছি।
সব কথা মানছে,
আর আমি শুধু কাঁদছি।
আজ থেকে সব শেষ,
সব পথ বন্ধ।
আজ থেকে সে আমি,
দু জনেই অন্ধ।
প্রেম কি বুঝে নাই,
বুঝে নাই ছন্দ।
তাই সে হাসছে,
বুঝে নাই কান্ড।
যাইহোক, অবশেষে বিদায় তাহারে।
ভালো থাকুক দূরে গিয়া,
হেসে আমারে।

বিদায় তাহারে
Tuesday, February 27, 2018
Topic(s) of this poem: sad love
POET'S NOTES ABOUT THE POEM
I think poetry will be as easy as it is.(thinking about someone)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Nahar piya

Nahar piya

dhaka, Bangladesh
Close
Error Success