অপেক্ষমাণ Poem by Nahar piya

অপেক্ষমাণ

Rating: 5.0

আমি যদি তারে সুখ ভাবি,
এতে তার কি আসে যায়?
আমিতো সুখ পাইতেছি,
সে কেনো দূরে যায়?
কিসের ভয়?
আমি সুখ পাইতেছি তার অবহেলাতেও সুখ পাইতেছি।
তার প্রেম প্রত্যাক্ষান এ ও পাইছি,
প্রতি নিয়ত পাইতেছি।
কল্পনাতেও কাওকে ভাবা চাই, আমি তারে ভাবতেছি।
এতে দোষের কি?
তার অবসর হইলে কোন দিন না হয় সে একটু প্রেম দিবে আমায়।
অপেক্ষা করবো আমি জানায় অজানায়...

অপেক্ষমাণ
Monday, February 26, 2018
Topic(s) of this poem: love and loss
POET'S NOTES ABOUT THE POEM
just trying enjoyable poem write.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Nahar piya

Nahar piya

dhaka, Bangladesh
Close
Error Success