ফুল আর বই Poem by Abdul Wahab

ফুল আর বই

Rating: 5.0

ফুল আর বই

কৃপণতা করে কেউ হয়নি ধনী
দরিদ্র হয়নি কেউ কিনেফুল আর বই
তবে কিছু কাব্যগ্রন্থ কিনে পয়সা জলে যায় নি শুধু
তাতে আগুন লেগে গিয়েছিল এবং হয়েছিল বড় আপসোস
কেননাবাক্যগুলিরমধ্যে সূক্ষ্ম ফাঁক ছিল
ফাঁকের মধ্যে রাখা ছিল পরম বাঁশি
উল্লেখ ছিল জীবন দেবতা আর ছিল মানস কন্যার জলছবি
ছিল তো ছিল গোঁড়ামি করে লাভ নেই
দু পাতা উল্টে, সাহস করে দু কদম চললাম এগিয়ে
দুর্গম পথ ভেতরে আলো নেই শুধুই অন্ধকার, ভুল পথ
যে পথ অনেকের চোখ করেছে কানা, মুখ করেছে চুন
আমার হাতে টর্চ ছিল
বুকে ছিল চেতনার তাবিজ
যুক্তি - বুদ্ধিকে কসমদেওয়া ছিল সাক্ষাৎ দজ্জাল দুর্যোগেও খোয়াব না খেই
তাই হাত পালটালাম তালুর রেখা দেখে পালটালাম রাস্তার মোড়
মোড়ের গাছে বসে আছে বানর, তার থেকেই নাকি আমদের উৎপত্তি
চোখ বুজলাম, নম্র ভাবে তাঁকে শুধালাম
হে পূর্বপুরুষ, তুমি হলে না কেন মানুষ? উত্তর দিল না, দাঁত খিচাল
ভুল হল সে বানর ছিল না জাফর ছিল, সে মানুষ ছিল না হনুমান ছিল
দ্বিতীয় ভুলে চার পাতা উল্টে দিলুম
ঠাণ্ডা জল ফুঁ দিয়ে খেলুম চেয়ার পালটে উল্টে বসলুম
এ কি! এ যে চুলকানি গাছে আটকানো বিচ্ছুটি পাতা
পড়া বাদ দিয়ে চুলকাতে লাগলুম...
কবিতার সাথে চুলকানির কি সাথ? কোন সাথ নেই,
তোমার সাথে আমি এক মত কিন্তু বইয়ের সাথে ফুলের কি সম্পর্ক?
আগে ছিল এখন নেই, ফিরে আসবে কিনা বলবে ভবিষ্যৎ
তবে আমার হাতেই ছিল এর অতীত
একদা বই বেচেই কিনতাম আমি ফুল, ফুলের নাম ছিল গোলাপ
কিন্তু যার জন্য কিনতাম তার নাম ছিল, আঞ্জানা নিস্পাপ
তাঁকে কোন দিন দিতেপারিনি
যাকে দিয়েছিলাম মানে যে নিয়েছিল তাঁকে দিতে হয়েছিল সিনেমার টিকিতও
ফুল মাথায় গুঁজে সন্ধ্যার শো'তে পাশাপাশি বসেছিল
খুব চিৎকার করলরোমান্টিক দৃশ্যে ঠোঁট দিয়ে সিটি বাজাল
কিন্তু হাতের উপর হাত রাখতে দিল না
যাবারসময় বলল না ‘'আসি ‘'
সেই দিন থেকে আমি ও গলি মাড়াই না
কানমুলি আতর কিনি কিন্তু গোলাপ কিনি না ।

Monday, March 5, 2018
Topic(s) of this poem: flower
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 05 March 2018

There was a subtle gap between the causes. There was a flute in the gap. An amazing perception about book and flower was brought up ahead with this beautiful poem. This poem is wisely and excellently penned...10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success