রামি খেলা Poem by Madhabi Banerjee

রামি খেলা

রামি খেলা
মাধবী বন্দ্যোপাধ্যায়


জীবনটা যেন তাসের রামি খেলা
যখনই ভাবি এবার একটু গুছিয়ে নেব
ঠিক তখনই আমি ফ্লপ।
যখনই ভাবি টেক্কা সাহেব বিবি দিয়ে সিকোয়েন্স সাজাবো
এবার ম্যাচ করেছে ঠিক তখনই আমি মিস ম্যাচ।
দরকার আমার ইস্কাবনের বিবি
কিন্তু ধপাস করে চলে এল রুহিতনের তিন
বনে গেলাম ভেড়া।
যখনই ঠিক করি জোকারের সাহায্য ছাড়াই চলব
কিন্তু ফাঁক বুঝে জোকার ঢুকে পড়বেই।
দৈবাৎ জোকার ছাড়া জিতে গেলাম হয়ত
অহংকারে ডগমগ নিজের বুদ্ধির কৌশলে,
পরের দানেই একেবারে একশ!
আর ভেড়ার সারিতে নাম।
তাই তো কী তাসের খেলায় কী জীবনে ময়দানে
স্বপ্ন দেখিনা, পরিকল্পনা করি না, বড়াই করি না,
ওপরওয়ালা যেমন চাল ঠিক করে দেন
সে মতোই মানিয়ে চলার চেষ্টা আমার
হয়ত কখনো জিতে যাই কখনো ভেড়া হই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success