সহদর Poem by Imran Islam

সহদর

Rating: 5.0

ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!

চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!

মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!

ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!

চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!

নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!

পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!

অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!

ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!

ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!

আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!

This is a translation of the poem Young People Are Like Siblings by Imran Islam
Monday, July 27, 2020
Topic(s) of this poem: youth
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 28 July 2020

ভাব রে কিসে স্বাধীনতা দে রে মায়ের পূর্ণতা; দিয়ে দে তোর সব মমতা করতে পূরণ শূন্যতা! আন রে কেড়ে নন্দ ঝড়; তরুণ সবাই সহদর! ..........beautiful rhyme and theme; delightful to read

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success