একজন কবির স্ত্রী বলছেন ।।এমি লওয়েল Poem by Rahman Henry

একজন কবির স্ত্রী বলছেন ।।এমি লওয়েল

Rating: 5.0


.
তুমি আমাদের ভালোবাসা গ্রহণ করেছো এবং তাকে পরিণত করেছো রৌপ্যমুদ্রায়।
আমার উদ্দেশ্যে যেসব প্রেমের কবিতা লিখেছিলে, ওগুলো বিক্রি করেছো,
এবং সেই অর্থ দিয়ে, বহু পেয়ালা ওয়াইন কিনেছো।
করুণা মাগছি যে বোবা থাকো তুমি,
আর কোনও কবিতা লিখো না।
কেননা, ওয়াইন আমাদের উভয়ের ভেতরে ক্ষত সৃষ্টি করে,
এবং তোমার হৃদয়ের কথাগুলো
সম্রাটের রক্ষিতাদের কথোপকথনের মতো শাদামাটা হয়ে পড়েছে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এমি লওয়েল (৯ ফেব্রুয়ারি ১৮৭৪ - ১২ মে ১৯২৫) : মার্কিন কবি। জন্ম ও মৃত্যু ম্যাসাচুসেটসের ব্রুকলিনে। ১৯২৬ সালে, কবিতার জন্য মরণোত্তর পুলিৎজার পুরস্কারে ভূষিত।

.

*
#AmyLowellPoems
.

This is a translation of the poem A Poet's Wife by Amy Lowell
Monday, May 28, 2018
Topic(s) of this poem: love and life,poems,poet,wine
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success