বাঁশ গাছ Poem by Sheikh Shadi Marjan

বাঁশ গাছ

Rating: 5.0

আমাদের খমারের পুরানো কাঠের ঘরের পাশে
বাঁশের গাছ এখনও দাঁড়িয়ে আছে;
প্রতিটি পাতলা শরীর সবসময় ঝুঁকে আছে
পৃথিবীর প্রেমময় পাম্পের দিকে

প্রতিটি পাতা সামান্য ঝলসে যায়,
যখন পআহাড়ের বাতাস আসে,
একটি শিশু অপেক্ষা করছে অস্ত্রের ন্যায়
দাদী আসছে আলিঙ্গন করতে।

বেড়ে ওঠা প্রতিটি ছোট অঙ্কুর
দুঃখ মুছে ফেলতে যথেষ্ট;
এবং আশাবাদী যে প্রতিটি আগামীকাল,
একটি নতুন বাঁশের অনুসরণ করা হবে।

This is a translation of the poem The Bamboo Trees by Jez JCB
Thursday, June 7, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 June 2019

beautiful translation- প্রতিটি পাতা সামান্য ঝলসে যায়, যখন পআহাড়ের বাতাস আসে, একটি শিশু অপেক্ষা করছে অস্ত্রের ন্যায় দাদী আসছে আলিঙ্গন করতে। , , , , , //

0 0 Reply
Close
Error Success