উত্তর মৈত্রেয়ী (ভবিষ্যত যাতিকা) Poem by Suman Pal

উত্তর মৈত্রেয়ী (ভবিষ্যত যাতিকা)

মৈত্রেয়ী চেয়েছিল উত্তর
সে যেন সকাল
উত্তর হয়ে মৈত্রেয়ীর খোঁজে
এক পড়ন্ত বিকাল
তবুও পত্রছিন্ন বুদ্ধচরিত ব্যর্থ
অন্তিমে "যদা যদা হি ধর্মস্য"
আর মধ্যে"যদিদং হৃদয়ং"
সকলই ওষ্ঠাগত -
তথাপি হৃদয় দিয়েছে ফাঁকি
ম্রিয়মান সে সমাজ - একই আত্মায়
আবহমান সত্ত্বায়
আম্রপালি ঘুরে মালিনীর দেশে
গ্লানি মেখে অশ্রু-ম্লান বেশে,
বিশল্যকরণীর অমৃত সাজে
ভীত মন বিলাপের লাজে
পতিত হৃদয় কাহার
দীনতায় বৃত্ত বিহার
দিগন্তে উদিত প্রমা
সুক্তির বিষন্ন গরিমা
শোণিত নৃত্যে পৃথিবী ধীমান-শ্রীমান;
যে কথা হয়নি বলা
মৃত্যু- জীবন মুক্ত হোক - সে অক্ষয় চেতনা
যে স্বপ্ন যায়নি চলা
আকাশ- বাতাস মুক্ত হোক - সে নির্ভয় বেদনা
যে ক্রন্দন হয়নি বাঁধা
সুর- স্পন্দন মুক্ত হোক - সে রিক্ত ভাবনা
যে স্পর্শ হয়নি জানা
নদী- জোছনা মুক্ত হোক - সে সিক্ত যাতনা
তবুও অকরুণ মরুতেও নামে বৃষ্টিধারা
নিশীথ নয়নে দিক্-দর্শী সে বিন্দু তারা
যেদিন মৈত্রেয়ী চেয়েছিল উত্তর
সে এক অন্তহীন বিকাল
উত্তর হয়ে মৈত্রেয়ীর খোঁজে
এ কোন চিরন্তন সকাল ।

Wednesday, July 11, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success