উন্মাদ বাণী- সদানন্দ কে? Poem by Arun Maji

উন্মাদ বাণী- সদানন্দ কে?

সব মানুষই সুন্দর, সুগন্ধযুক্ত হতে চায়। কখনো ভেবেছো-
কেন তবে কিছু লোক অন্যকে দিনরাত যন্ত্রণা দিয়ে যাচ্ছে?
কারন, তারা নিজেদের মধ্যে, এতো বেশি যন্ত্রণায় জ্বলছে,
যে সেই যন্ত্রণা তাদের "মুখের ফুটো দিয়ে উপচে পড়ছে"।
সেই যন্ত্রণা কাতর মানুষটি, তোমাকে কোন কটু কথা বললে;
তার প্রতি তোমার, কখনো রাগ হওয়া উচিৎ নয়।
বরং তার প্রতি তোমার সত্যিকারের করুণা হাওয়া উচিৎ।

এই গভীর অনুভব তোমার যেদিন হবে,
সেদিন তুমি অতি সহজেই অন্যকে ক্ষমা করতে পারবে।
আর ক্ষমা করতে পারলেই, তুমি আর ক্রোধ বা হিংসেকে
আপন বুকে নিয়ে বাঁচবে না। বুক তোমার হাল্কা হবে।
জীবন তখন তোমার, ভীষণ সুখী আর আনন্দময় হবে।

© অরুণ মাজী
Painting: JWG

উন্মাদ বাণী- সদানন্দ কে?
Monday, July 16, 2018
Topic(s) of this poem: forgiveness,forgiving
COMMENTS OF THE POEM
Shib sankar Shee 17 July 2018

Ki asadharon sabdo chayan .aaj theke aami apnar bhakto holam

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success