স্বপ্নের দেশে Poem by bikash maiti

স্বপ্নের দেশে

"স্বপ্নের দেশে"
(১)
বিকাশ কুমার মাইতি

তোমারই ছন্দে
জীবন আনন্দে
চলেছে ফল্গু বহে|

গুণ গুণ সুরেলা ধ্বনি
হৃদয়ের দিলরুবা উঠল আজ জাগি
যুক্ত কর নাওয়ের মাঝি
তোমার দোলায় দোদুল দুলি|

পাশাপাশি মৌন বসে
তুমি আর আমি
তপ্ত দুপুরে উষ্ণ লাভা ধরি
স্বপ্ন গড়ার খেলা নীল মেঘে দেখি
জলের কল্পনায় ভেসে ভেসে চলি|

পথ হারিয়ে নিরুপায় তুমি আর আমি
তারা গুলো ঢেউয়ের দোলায়
খেলছে ধরাধরি,
নিস্তব্ধ চারি দিক তুমি আর আমি
জেগে দেখি
এ এক স্বপ্ন ভাঙা ছবি|

Monday, July 16, 2018
Topic(s) of this poem: love and dreams
POET'S NOTES ABOUT THE POEM
হৃদয় কথা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
bikash maiti

bikash maiti

Durbachati
Close
Error Success