সুপ্তি জেরা Poem by bikash maiti

সুপ্তি জেরা

রচনা কাল-১১/০৮/২০১৮
কবিতা- " সুপ্তি জেরা"
কবি-বিকাশ কুমার মাইতি

চেতনা কেন দূরে দূরে থাকে?
এক পলকে জগৎ দেখে
মনে কী সব-কিছু থাকে?

পথ ভুলে উন্মাদ রাগিণী ভয়ংকরী
বিষদন্ত হিংস্র শতাব্দী
ধ্বংস প্রলয় স্বার্থ রেখা জাগি
দগ্ধে দগ্ধে জ্বলে শুকনো তুষে;
বলা কি যায় ওদের মন কেন আছে?

ভালোলাগা কেন আসে
রাতের ঐ চাঁদ দেখে?
দরিদ্র ঘরের শিশু
চাঁদকে দেখে কেন প্রথম মামা বলে ডাকে?

মকুল বকুল ডালে
নানা রঙে কেন সুরধরে?
ওদের দেখে মন কেন যায় ধেয়ে?

পতঙ্গ-পাখি তুলছে ধ্বনি
না দেখে, ডাক শুনে কেন সনাক্ত করি?
বৃদ্ধকালে পিতা-মাতার ডাক কেন বোঝা ভাবি?

ফুল ফোটে ঝরে যায় কেন?
অহংকার না কি ভাগ্য দোষ-গুণে!
রক্তাক্ত গোলাপ কেন পড়েআছে পথে?

মনটা মুক্ত কেন এ খাঁচা হতে?
দুরন্ত মেঘে কালো দাগ কাটে
অসাবধানে আঁকড়েধরে
অন্যের অনুমতি বিনা স্বপ্ন কেন দেখে?

ভানু ঘুমায় না কেন?
শরীরে কি ক্লান্তি নেই ওর?
দিন রাত হুকুম খাটে
জীবের জীবন আছে
পুড়ে পুড়ে গেছে ভুলে|

জীবনে জীবন আছে
বুঝি না আমি
খাই, দাই হুকুম চালাই
আগুন জ্বালিয়ে| অন্যের ঘরে
জ্বলছে কেন উদর?

আমি ঘুমিয়ে পরিপাটি বিছানায়
পলাশের সুগন্ধ ভরে আছে কানায় কানায়
আমি মৃত কেন রজনীগন্ধায়?

প্রশ্নের উত্তর খোঁজা হলনা আর
আফিমের নেশা কেটেছে এবার|

Saturday, August 11, 2018
Topic(s) of this poem: love and life
POET'S NOTES ABOUT THE POEM
Loose
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
bikash maiti

bikash maiti

Durbachati
Close
Error Success