স্বপ্নের দেশে(২) Poem by bikash maiti

স্বপ্নের দেশে(২)

"স্বপ্নের দেশে"
(২)
বিকাশ কুমার মাইতি

সে কোন পথে মায়ার বন্ধনে
গুটি গুটি পায়ে অলসতা জড়ায়ে
বসে ছিনু শালতলার বনে
ফাঁক ফোকর দিয়ে রবির উঁকি চলে
আলত হাসি হেসে ছিলে গোপনে
আমার আনমনার ফাঁকে|

হাতে হাতটি ধরে
হারিয়ে ছিনু খেয়াল হরার দেশে
কোমল কোমল ঘাসে মাথা রেখে
আকাশ পানে চেয়ে বলে ছিনু
কত আপন জন্ম জন্মান্তরের
পথ ভুলে চলে যেওনা মাঝ পথে
এ হৃদয়ে ছুরি দিয়ে|

Thursday, July 19, 2018
Topic(s) of this poem: love and dreams
POET'S NOTES ABOUT THE POEM
হৃদয় কথা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
bikash maiti

bikash maiti

Durbachati
Close
Error Success