স্বার্থ-কথন Poem by Dipro Azad

স্বার্থ-কথন

Rating: 5.0

নির্বাক বধির, আকুল অধীর
ক্লান্ত নয়ন-চিত্ত-প্রাণ,
ইচ্ছা অন্ধ, কপাট বন্ধ
বিরুদ্ধ হাত আঁচড় টান।

খেয়ালি দৃষ্টি, তৃষিত বৃষ্টি
মুক্তি চায় পেতে আকার,
নিঝুম গহীন, চিন্তা রঙিন
মনঘুড়ি কাঁটে বারবার।

আঘাতে শান্তি, ঘুমে ক্লান্তি
আজব কত ভাবনা শত,
কবির চরণ, আশার ত্বরণ
ভাববি যত, কাঁদবি তত।

দুখের ঝলক, সুখের পলক
হাত বাড়ালেই ধোঁয়া,
গানের তান, প্রাণের মান
পথ ছাড়লেই খোঁয়া।

Thursday, July 19, 2018
Topic(s) of this poem: free mind,thoughts
POET'S NOTES ABOUT THE POEM
O.W.: October 18,2015.Tuesday.
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 20 July 2018

সুন্দর হয়েছে আপনার আত্মকথন -স্বার্থকথন আঘাতে শান্তি, ঘুমে ক্লান্তি আজব কত ভাবনা শত, কবির চরণ, আশার ত্বরণ ভাববি যত, কাঁদবি তত।

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success