এসো বন্ধু Poem by Imran Islam

এসো বন্ধু

Rating: 5.0

এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!

বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!

এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!

আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কেটে যাবে চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!

সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দের এই ধরায়!

This is a translation of the poem Come On Buddy by Imran Islam
Thursday, July 23, 2020
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 23 July 2020

সবারে আজ দিয়ে ফাঁকি প্রিয়, এসো আমার কাছে তুমি আমার সাথী হবে.......প্রেমহীন যত দোষ প্রেমের অলিন্দে হারিয়ে যায় মনের হুশ, এসো তবে প্রেম করি সবকিছু ছাড়িয়ে

0 0 Reply
Close
Error Success