কেবল বাঁচবো বলে আসিনি Poem by Dipro Azad

কেবল বাঁচবো বলে আসিনি

ভেবেছ কি-হারিয়ে যাব?
আজো ভাবতে তুমি শেখ নি,
দুদিন রবে,
আর ভোগেই কাটাবে
এ বাঁচা ছাড়ো,
কেবল বাঁচব বলে আসিনি।
উদ্ধত আমি
সেই আদমের পূজারি
তোমার জন্য, আমার জন্য,
মগজ খুলে-
দিবেন যারা উজারি।
অযুত গেছে, নিযুত যাবে
সময় রবে, তুমি নও
বন্দি তুমি খোলস ছাড়ো
অস্তিত্ব-ভেদ্য আলো হও।

POET'S NOTES ABOUT THE POEM
O.W-18.03.2020
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success