কাব্য কাহিনী Poem by Suresh C Chaudhury

কাব্য কাহিনী

মাথা গরম,
হাতে কলম, কেমন কলমচি!

ডোবার জলে
ব্যাঙ্গ করে, বেঙ-বেঙাচি ।

যেমন রুচি
তেমন সূচী; এ কী পাণ্ডুলিপি!

অজ্ঞাত বাস
হবে না কি- না, জতুগৃহে ইতি?

জতু পুড়লো না তো,
অজ্ঞাত বাসও শেষ,
কাব্য এ বার পাড়ি দেবে-
হিমাচল প্রদেশ?













_______________________________

(প্রকাশঃ বাতায়ন, উনবিংশ সংখ্যা, ২০১১ ।)

Sunday, September 2, 2018
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success