Suresh C Chaudhury

Suresh C Chaudhury Poems

আমার এক বোন ছিল- নাম শৈব্যা;
বয়স ছিল তার- বছর তিন,
আর আমার মাস তিন ।
বড় বোনের বয়স ছিল পাঁচ,
...

সনেট- ৯


এ কি তোমার বিধবা হয়ে চোখের-জল-ঝরানোর ভয়-
...

(সনেট- ১০)


লজ্জা করে না তোমার, অস্বীকার করো দেখি
...

(সনেট-৫৪)

আহা, সৌন্দর্য্য কত সুন্দর অধিকতর মনে হতে পারে
ঐ সেই অলঙ্কারের দ্বারা যা সত্যকেপ্রতিভাতকরে!
...

(সনেট-৬২)

নিজেকে নিজে ভালবাসার পাপ সারা দৃষ্টি অধিকার করে আছে
আর সারা আত্মা এবং আমার প্রতিটি অংশের পুরোটি;
...

(সনেট-১২১)

ইতর মান্যবর হওয়ার চেয়ে ইতর হওয়া ভালো অধিকরত,
যখন না-হওয়াটা প্রাপ্তি স্বীকার করে হওয়াটার অখ্যাতি;
...

(সনেট- ৫৬)

মধুর প্রেম, তোমার কর্মশক্তিকে নবায়ণ করো
আর বলো যেন তার প্রান্তিক ধার অতি শীঘ্র পড়ে না যায়
...

(সনেট- ৯৭)

তোমাতে আমার অনুপস্থিতি কেমন যেন শীত
এনে দিয়েছে এই দ্রুত ধাবমান বর্ষের আনন্দ-মাঝে!
...

(সনেট-১২০)

এককালে তুমি যে বেদরদী ছিলে, এখন দরদ দেখাও আমাকে
এবং সেই দুঃখের জন্য যা আমি অনুভব করছিলাম তখন আইন লঙ্ঘনের জন্য,
...

(সনেট- ৪৬)

আমার চোখ আর হৃদয় এখন এক প্রাণঘাতী যুদ্ধে;
কেমন করে ভাগ-বাটোয়ারা করে তোমার দৃষ্টির বিজয়কে;
...

কেমন করে আমি ফিরে আসতে পারি খুশীমনে
যে বিশ্রামের সুযোগে বঞ্চিত?
দিনের যাতনা যখন রাতের দ্বারা লাঘব হয় না
দিন, কিন্তু রাতের দ্বারা এবং রাত দিনের দ্বারা নির্যাতিত?
...

(সনেট-১০৪)

আমার কাছে, সাচ্চা বন্ধু,
তুমি কখনও বুড়ো হতে পার না ।
...

(সনেট-৯৬)

কেউ বলে- তোমার ত্রুটিটাই যৌবন; কেউ বলে- লাম্পট্য;
কেউ বলে- তোমার মাধুর্য যৌবন আর ভদ্র আমোদ-প্রমোদ
...

(সনেট-১৫২)

তোমাকে ভালোবেসে, তুমি জানো আমি শপথ করে শপথ ভঙ্গকারী,
তুমি কিন্তু দু'বার শপথভঙ্গকারী, আমাকে প্রেমে শপথ করে;
...

(সনেট- ২৭)

শ্রমে ক্লান্ত হয়ে বিছানাতে আমি ছুটে যাই,
ভ্রমনে শ্রান্ত অঙ্গ-প্রত্যঙ্গের সেখানেই বিশ্রামের মনোরম ঠাঁই;
...

মাথা গরম,
হাতে কলম, কেমন কলমচি!

ডোবার জলে
...

The Best Poem Of Suresh C Chaudhury

বাল্য স্মৃতি

আমার এক বোন ছিল- নাম শৈব্যা;
বয়স ছিল তার- বছর তিন,
আর আমার মাস তিন ।
বড় বোনের বয়স ছিল পাঁচ,
আর তার ছিল বুদ্ধির মারপ্যাঁচ;
থাকতে চাইতো না বাড়ীতে
সে কথা শুনেছি মার মুখে-
জ্ঞান হলে ।

আমার সেই তিন-বছরের-বোন
দেখতো আমাকে আর বকুনি দিতো
বড় বোনকে ।
বড় বোনের পাড়া-ঘোরা ছিল সার,
সে তো সাড়া দিতো না,
ছোট'র কথায় একবারও!

পাড়ার দিদি রোহিনী- তার মা আসতো
আমাদের বাড়িতে তিথি- অতিথিতে
এসেই বোনকে ভয় দেখাতো-
সেছোট্ট ভাইকে নিয়ে যাবে ।
তাই বোন থাকতো - ভাইকে আগলে-
যদি নিয়ে যায়- সেই ছিল তার ভয়!
মা সংসারের কাজ দেখতো-
একদম নির্ভয় ।
শিশু কাঁদলে, বোন চেঁচিয়ে মা'কে দিতো খবর;
সেই টুকুতেইছিল তার বিনোদন-অবসর।

রোহিনীদি'র মা ঠিকই বলেছে-
নিয়ে যাবে ভাইকে- পারে নি;
তবে নিয়ে গেছে বোনকে;
এক রাতের জ্বরেবোন চলে গেছে
কোন অসীমে- কোন অচিনপুরে !

মা'র কথায় বোনকে স্মরণ করছি
অশ্রুসিক্ত চোখে,
আজ প্রাতে ।











______________________________

(প্রকাশঃবাতায়ন, বিংশ সংখ্যা, ২০১৪ ।)

Suresh C Chaudhury Comments

Suresh C Chaudhury Popularity

Suresh C Chaudhury Popularity

Close
Error Success