অনন্তকাল তুমি Poem by Saleh Mousuf

অনন্তকাল তুমি

Rating: 5.0

গতকাল সকাল, বিকাল
হাজার বছরের স্রোতে
হারিয়ে গেলো,
আজো যাবে
একই ভাবে;
আগামী কাল!
সে ও নিংড়ে নিবে সময় বিশাল
শুধু থেকে যাবে প্রেম অনন্তকাল।
আগামী, আজ, গত
আসবে শত শত
তবু শুকাবেনা হৃদয়ের ক্ষত।
একাল সেকাল বহুকাল
কৃষ্ণচূড়া ফুটেছে লাল
বেদনার শুধু একটিই কাল।
শরতের মান ভেঙে, কত
শীত পেরিয়ে এলো বসন্ত!
ভাবি, জগতে আমার
কে আছে তোমার মতো?

POET'S NOTES ABOUT THE POEM
It is written in Bengali Language. Would appreciate if someone could translate it in English
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success