ছায়া ভালোবাসা Poem by Saleh Mousuf

ছায়া ভালোবাসা

Rating: 5.0

ঈশ্বরের চোখের নীহারিকার
বর্ণিল আলোয়
আলোকিত হলো যেদিন আমার হৃদয়
সেদিনই উদয় হলো
নক্ষত্র অনন্ত ভালোবাসার।
আকাশ গঙ্গা ছায়াপথে তুমি
আমার বেঁচে থাকার পৃথিবী
তুমি যোজন যোজন দূরে; তবু
তোমার প্রতিরূপ আমার সমূখে;
ঘূর্ণনে পিছনে ছুটে চলি আমি।
তুমিই মায়া আমার প্রাণের
শিরায় শিরায় উত্তেজনার মায়া
রক্ত কণায় শিহরণের মায়া
কোষে কোষে অবিচ্ছেদ্য মায়া
তুমিই মায়াবী প্রভা আমার দুচোখের।
দূরে থেকেও এত কাছে তুমি আমার
তবু কখনো আবেগাপ্লুত তুলিতে
ভালোবাসার ক্যানভাসে আঁকতে পারিনি
তোমার দুটি ঠোঁট টুকটুকে লাল রঙে
কখনো পাইনি আমি স্বর্গের ছোঁয়া।
কখনো অনুভূতির ছিপি খুলে
বুকে জড়িয়ে নিতে পারিনি তোমায়
হৃদয়ের যন্ত্রণার নির্যাসে;
কখনো সাজাতে পারিনি আমি
ঘ্রাণেভরা অলক তোমার, বাহারি ফুলে।
আজ ভাবি তুমি ছায়া আপনার
যত কাছে টানি তত যায় দূরে
স্পর্শহীন অশরীরী গভীর ভালোবাসা;
অন্তরে ঝর্নাধারা তুমি নিয়ত প্রবহমান
একাকীত্বের তুমি প্রতি মূহুর্ত আমার
বেঁচে থাকার।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success