আকর্ষণ Poem by Madhabi Banerjee

আকর্ষণ

Rating: 4.8

এখন দেশের ছেলে মেয়েদের মাটির প্রতি দেশের প্রতি টান নেই
একটু লেখাপড়া শিখল তো অমনি বিলেতে পাড়ি দিল।
গাছের মতো হতে হয়
গাছ কখনো মাটিকে ছাড়ে না
সূর্য গাছের চুল টেনে উপরে উঠাতে চায় গাছকে
গাছ কিছুতেই উপরে উঠতে চায় না।
মাটি আঁকড়ে থাকবে, চারিদিকে হাত পা ছুড়বে
এমন মোচর দেবে পেঁচিয়ে পেঁচিয়ে ঝুরি বার করবে জটার মতো
গাছ কিছুতেই পড়াশুনা করবে না স্কুলে যাবে না
যতই সূর্য টেনে লম্বা করুকগাছকে
ততই গাছেশিকড় মাটির গভীরে আঁকড়ে ধরে থাকবে ।

Wednesday, November 28, 2018
Topic(s) of this poem: tree
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 29 November 2018

আকর্ষণটাইতো ব্যবসা আর রাজনীতি সবকিছুইতো ওই বিদেশ থেকেই আমদানি নাড়ীর টানে নয়, অজানাতে ওখানে সবই জমায় পাড়ি //// সুন্দর লিখেছেন

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success