নিষ্কলুষ খেলা ।। বেঞ্জামিন জেফানিয়া Poem by Rahman Henry

নিষ্কলুষ খেলা ।। বেঞ্জামিন জেফানিয়া

Rating: 5.0


.
ও আয়না, দেয়ালে সাঁটানো আয়না,
দয়া করে, বলটাকে কি ফিরৎ দেয়া যায় না?
আমাদের বলটা তোমার ফাটল পথে পৌঁছে গেছে কোথাও
তোমার তো এখন দুটো হলো
একটা ফিরিয়ে দাও

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* বেঞ্জামিন জেফানিয়া (১৫ এপ্রিল ১৯৫৮ -) : আফ্রিকান বংশোদ্ভুত বৃটিশ কবি ও ঔপন্যাসিক। টাইমস ম্যাগাজিন প্রণীত, ‌‘দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেরা ৫০ লেখক' তালিকায় অন্তর্ভুক্ত জেফানিয়া ১৯৮০ সাল থেকে লিখছেন। ইতোমধ্যেই ৫২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে (কবিতাগ্রন্থ ১৬টি) ।
.

* #BenjaminZephaniahPoems
.

This is a translation of the poem Fair Play by Benjamin Zephaniah
Sunday, January 20, 2019
Topic(s) of this poem: game,mirror,satire
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success