রজনী রহস্য Poem by RAJAT GHOSH

রজনী রহস্য

রজনী সুধা ঢালি দিলো এই মুক্ত ধারাপানে
সন্ধ্যার অগোচরে শালবন আম পলাশের ডালে,
রাতের কোকিল বসন্ত ভুলে গ্রীষ্মের হাহাকারে
কর্কশতাই কিনে নিয়ে শান্তি ডুকরে কেঁদে মরে।

রজনী বিনিদ্র, বিবশতায় ব্যর্থ সব বেদনার ব্যাথা,
অপূর্ণ আত্মা স্তব্ধ করেছে কথা দেওয়া সব কথা,
ওই রাতের শিশির বিন্দু সিক্ত সনাতন যত মালী
ডালি ভরে তুলে নিলো ফুল পরে রইলো তরু খালি।

রজনী নেমেছে গোপন বনের গোপন ডেরার মনে
শব্দহীনে হৃদয় কাঁপে মস্তিস্ক বেশ তা বোঝে জানে,
রজনী নেমেছে ভৌগোলিকে, রজনীর ইতিহাস
সভ্যতা লিখেছে নাম আর নদীর তীরে করে বাস।

রজনী নেমেছে দেশান্তরে ছুটছে বার্তার সব রানার
এখনো সময় হয়নি বিবশ বিনিদ্র রজনীকে জানার।

Thursday, February 21, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Sk Nurul Huda. 22 February 2019

Meaningful and sweet to read...Calm and tender as night...A pure lyric.thanks for sharing.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success