অদৃশ্য সখা, কী বলবো ।।মীরা বাঈ Poem by Rahman Henry

অদৃশ্য সখা, কী বলবো ।।মীরা বাঈ

Rating: 5.0


.
অদৃশ্য সখা, কী বলবো?
এই প্রেম বয়ে এনেছি
বহুদূরের প্রত্নজীবন থেকে,
একে বিদ্রুপ কোরো না।
তোমার মার্জিত দেহকাঠামো দেখে
ফিদা হয়েছি।
এসো আমাদের আঙিনায়, শোনো ওই নারীদের
প্রাচীন শ্লোক গাইছে ওরা
সেই চত্বরে আমি শুয়ে আছি
অশ্রুপাতের সংবর্ধনায়
দেহ ও মন সমর্পন করেছি যুগ যুগ আগে,
উদ্বাস্তু হয়ে ঘুরছি
যেখানেই তোমার পদচ্ছাপ।
জীবতকাল থেকে জীবতকালে পালিয়ে বেড়াচ্ছে মীরা,
তোমারই অপশ্যা, কুমারী।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* মীরা বাঈ(১৪৯৮ -১৫৪৭) : ভক্তি-আন্দোলনের আধ্যাত্মিক কবি। ঈশ্বরের সান্নিধ্য-কামনায় তিনি ভক্তিমার্গ চর্চার ভেতর দিয়ে নিজেকে প্রভুর পাদপদ্মে উৎসর্গ করেছিলেন (১৫১৬)। দিল্লী সালতানাতের সাথে এক যুদ্ধে ভোজরাজ আহত হন এবং মৃত্যুবরণ করেন (১৫২১)। এর কয়েক বছর পর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সাথে আরেক যুদ্ধে মীরার পিতা ও শ্বশুর উভয়েই মৃত্যুবরণ করেন। মীরা বাঈ রাজস্থানের পালি ডিস্ট্রিক্টের কুর্কিতে যোধপুর জমিদার বাড়ি তাঁর জন্মস্থান। স্বেচ্ছায় তিনি মেওয়াড়ের ভোজ রাজকে বিবাহ করেছিলেন। গুজরাটের দেবভূমি দ্বারকায় মৃত্যবরণ করেন। মৃত্যুকালে, তার বয়স হয়েছিলো: ৪৭ বা ৪৮ বছর। তাঁর জীবনী নিয়ে ১৯৪৫ সালে তামিল চলচ্চিত্র ‘মীরা' নির্মিত হয়েছে। একই নামে হিন্দি চলচ্চিত্রনির্মিত হয়েছে ১৯৭৯ সালে। ২০০৯-২০১০ সালে একই নামে একটি টিভি সিরিজ নির্মিত ও সম্প্রচারিত হয়।

* #MeeraBaiPoems
.

This is a translation of the poem Dark Friend, What Can I Say? by Mirabai
Sunday, March 3, 2019
Topic(s) of this poem: devotion,love,mystic
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 03 March 2020

তোমার মার্জিত দেহকাঠামো দেখে ফিদা হয়েছি। এসো আমাদের আঙিনায়, শোনো ওই নারীদের...//// Bengalized superbly

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success