চলে গিয়ে সম্মানিত করেছ বাবা Poem by Madhabi Banerjee

চলে গিয়ে সম্মানিত করেছ বাবা

Rating: 5.0

আজ দোল পূর্ণিমা। বাবার মৃত্যু তিথি
ভক্তি ভরে হৃদয় উজার করে প্রণাম করলাম
বাবার ছবির সামনে দাঁড়িয়ে।
বললাম ‘বাবা চলে গিয়ে তুমি আমাদের সন্মানিত করেছ।
তোমার চলে যাওয়ার সময়টা আমাদের কাছে ঠিক সময় ছিল।
একথাটা আমি অনেক পড়ে বুঝেছি।
এখন বেঁচে থাকলে তোমাকে অপরের বোঝা হয়ে থাকতে হতো।
অপরের ভ্রুকুটি সহ্য করতে হতো।
তুমি কষ্ট পেতে তোমার হাতে তৈরী বাড়ি প্রমোটারকে দিতে হবে বলে।
যা ছিল আমাদের অসম্মান
তোমার চলে যাওয়ার দিন খুব কেঁদেছিলাম
অবুঝ আমি তোমার চলে যাওয়াতে খুব দুঃখ পেয়েছিলাম
আজ বুঝেছি আমাকে সম্মানিত করবে বলেই
সেদিন তুমি চলে গেলে।
শ্রীচরণেষু বাবা।

Saturday, March 23, 2019
Topic(s) of this poem: father,father and son
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 23 March 2019

There is always affection and care nature between father and son. You have beautifully presented this lovely poem. This is an excellent sharing done...10

0 0 Reply
Madhabi Banerjee 23 March 2019

thank you so much.you always penned inspired comments.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success