অতীত প্রতিপালনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে ।।লুসেলিয়া ক্লিফটন Poem by Rahman Henry

অতীত প্রতিপালনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে ।।লুসেলিয়া ক্লিফটন

Rating: 5.0

.

.
অতীতকে প্রতিপালনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে
যেন আমি তাকে বানিয়েছি
যেন নিজহাতে নির্মাণ করেছি
এই ভাস্কর্য। করিনি।
এই অতীত অপেক্ষা করছিলো আমার জন্য
যখন এলাম,
নামহীন দৈত্যাকার এক শিশু হয়ে,
এবং আমি আমার মায়ের জ্বলন-যন্ত্রণার সাথে
বুকে নিলাাম একে
আর নাম দিলাম
ইতিহাস।
সে এখন মানবাধিক,
প্রতিদিন ভাষা শিখছে,
স্মরণে নিচ্ছে মুখচ্ছবিগুলো, নাম ও তারিখসমূহ।
যখন যথেষ্ট পারঙ্গম হবে
একা একা ভ্রমণের পক্ষে, সাবধান, সে ভ্রমণে বেরোবে।

.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* লুসেলিয়া ক্লিফটন(২৭ জুন ১৯৩৬ - ১৩ ফেব্রুয়ারি ২০১০) : মার্কিন কবি, লেখক ও শিক্ষাবিদ। জন্ম: নিউ ইয়র্কের বাফেলো'তে; মৃত্যুবরণ করেছেন মেরিল্যান্ডের বাল্টিমোরে। পুলিৎজার পুরস্কারের জন্য দুইবারের ফাইনালিস্ট লুসেলিয়া ১৯৭৯-১৯৮৫ মেয়াদে মেরিল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন। ন্যাশনাল বুক এওয়ার্ড ফর পোয়েট্রি(২০০০)এবং রুথলিলি পোয়েট্রি প্রাইজও (২০০৭)রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
.
*
.

* #LucilleCliftonPoems
.

COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 25 March 2019

অতীত সেখানে আমি থাকি তোমায় চিনব বলে, আমায় চিনব বলে, তাদের চিনব বলে আদ্যোপান্ত।...../// সুন্দর অভিব্যক্তি প্রকাশ

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success