ময়লা খাওয়া ।। মীনা কান্দাসামি Poem by Rahman Henry

ময়লা খাওয়া ।। মীনা কান্দাসামি

Rating: 5.0


.
মে'টার দুর্ভিক্ষ-পীড়িত জিহ্বা পেট ভরাতো স্বপ্নগুলোকে খেয়ে
এবং সে খাদ্য যোগাতো সেই আর্ত জিহ্বার—
কাঁচা আম কাদা ক্লান্তি খড়িমাটি
লেবুর খোসা সাবান কর্কশ কয়লা কাঁচা চাউল
বিচূর্ণিত বরফকুচি পেন্সিলের শীষ ছাই
চূর্ণ করা কাচ রসুনের আচার
লবণ বৃষ্টি চুইয়ে যাবার পরের সোঁদাগন্ধ মাটি

এক পুত্রসন্তান জন্ম নিলো, তাকে খাওয়ানো হলো
এবং সে খেতে শিখলো
শীঘ্রি সে ধরা পড়লো কাদা খাবার সময়
এক পুত্র অনুসরণ করলো তার মাকে
এক পুত্র উত্তরাধিকার স্বরূপ পেলো মা'র জিহ্বা

মা'টি তার কথা বলতে না-শেখা চাঁদকে একটা পাথরফলকে বাঁধলো
এবং পাছায় ভয়ানক উত্তম-মধ্যম দেবার পর
লক্ষ্য করলো তার মেঘাচ্ছন্ন মুখে
তিন কথায় ধ্বনিত সত্য—
সবখানে বালু, সবকিছু
বালুতে পরিণত হচ্ছে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মীনা কান্দাসামি (১৯৮৪-) : চেন্নাই, তামিলনাড়ু কেন্দ্রিক, ভারতীয় কবি, ফিকশন রচয়িতা ও অনুবাদক।
.
* #MeenaKandasamyPoems
.
[ফটোক্রেডিট: Al Jazeera]

This is a translation of the poem Eating Dirt by Meena Kandasamy
Wednesday, May 8, 2019
Topic(s) of this poem: feminism,food,inheritance,reality
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success