গোলাপজল ।।নিকোস গাৎজোস Poem by Rahman Henry

গোলাপজল ।।নিকোস গাৎজোস

Rating: 5.0


.
যখন সেই অন্যজগতে পৌঁছাবে, মেঘ হয়ো না,
মেঘ হয়ো না, এবং প্রত্যূষের শুকতারা হয়ো,
যাতে দরোজায় অপেক্ষারত তোমার মা, চিনতে পারে তোমাকে।
উইলো ডালের লাঠি নাও, গাঁদাফুলের শিকড়,
গাঁদাফুলের শিকড়, আর জ্যোৎস্নারাতের শীতলতা হয়ে
তোমার তৃষাতুর আঙিনায় ঝরো মধ্যরাতে।
তোমাকে দিয়েছিলাম গোলাপজলের পানীয়, তুমি দিয়েছিলে বিষ,
তুষারের ঈগলছানা, মরুভূমির বাজপাখি।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

*নিকোস গাৎজোস (৮ ডিসেম্বর ১৯১১ - ১২ মে ১৯৯২) : গ্রীক কবি, অনুবাদক ও সংগীত রচয়িতা। জন্ম আর্কেডিয়ায়; মৃত্যুবরণ করেন এথেন্সে।

.

#NikosGatsosPoems
.

This is a translation of the poem Rosewater by Nikos Gatsos
Monday, May 13, 2019
Topic(s) of this poem: death of a friend
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 13 May 2019

তোমাকে দিয়েছিলাম গোলাপজলের পানীয়, তুমি দিয়েছিলে বিষ, ///চমৎকার অনুবাদ

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success