মৃত্যু ।।এদি ফনফ্লিত Poem by Rahman Henry

মৃত্যু ।।এদি ফনফ্লিত

Rating: 5.0


.
মৃত্যু, ভয় পেয়ো না। দ্বিধান্বিত থমকে থেকো না
আমার দরোজার সামনে। চলে আসো ভিতরে।
পড়ো আমার বইগুলো। দশের মধ্যে নয় তুমি
আমার জীবনাংশ। তোমার খুটিনাটি জানি।

ওইসব নাম যেগুলো উচ্চারণের সাহস করে না কেউ
সেগুলো বলে বোকা বানাইও না, কষ্ট দিও না। ওসব
লালা-ঝরানো বাচ্চা-কাচ্চাদের সাথে শুইয়ে রেখো না
যাদের বয়স সংক্রান্তে, কোনও ধারণাই নেই।
দামি নিরাময়-কেন্দ্রের অর্থহীন প্রহরগুলোর পিছে
পয়সা ছিটাইও না আমার পকেট থেকে।

পা দুটো ধুয়েমুছে সবিলীল হও, আরাম করে বসো।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by#RahmanHenry
.
* এদি ফনফ্লিত [১১ সেপ্টেম্বর ১৯৪২ - ০৫ অক্টোবর ২০০২ ]: বেলজিয়ান লেখক, কবি ও আইনজীবী। জন্ম অ্যান্টোয়ার্প মিউনিসিপ্যালিটিতে; মৃত্যুবরণ করেছেন রুসেলারে। ফনফ্লিত আইন বিষয়ে অধ্যয়ন করেছেন ব্রাসেলসের ব্রিজি বিশ্ববিদ্যালয়ে।
.

* #EddyVanVlietpoem

.

This is a translation of the poem Death by Eddy Van Vliet
Thursday, August 1, 2019
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 01 August 2019

মৃত্যু, ভয় পেয়ো না। দ্বিধান্বিত থমকে থেকো না ....পা দুটো ধুয়েমুছে সবিলীল হও, আরাম করে বসো/// excellent

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success