পশুর ছড়া Poem by RAJAT GHOSH

পশুর ছড়া

মাঠের মাঝে চড়ছে গরু
ছাগল ভেড়ার কাছে,
কুকুর চেঁচায় রাতের বেলায়
বিড়াল ছোটে ইঁদুর পিছে।

বনের মাঝে চেয়ে দেখো
হরিণ কত শত,
নেকড়ে বাঘের বন্ধু হয়েছে
খেঁকশিয়াল ছিল যত।

টাট্টুঘোড়া চড়ে খোকা
যাবে তেপান্তর,
উঠের পিঠে চড়তে হলে
মরুভূমিতে যাও সত্তর।

বাঘের মতো দাও গর্জন
দেখাও সিংহের বিক্রম,
গাধা হয়ে বোকার মতো
থেকো না আর একদম।

খরগোসরা মিষ্টি বেশ
আর শান্ত শিষ্ট কচ্ছপ,
শুকর, ছুঁচো, নেউলেতে
করছে যেন মোচ্ছব।

জেব্রার গায়ে সাদা কালো
আর চিতার ডোরা দাগ,
লম্বা জিরাফ ঘাড়টি তুলে
খাচ্ছে সবুজ পাতার শাক।

গাছের ডালে লাফায় ওরা
হাজার হাজার বানর হনুমান,
ঘোড়া নিয়ে ছুটছে পিঠে
পথঘাট আজ শুনশান।

ষাড় মোষে গল্প করে
সাপ ধরেছে গান,
ভল্লুক মামা আছে শুয়ে
ব্যাঙের বুক বর্ষায় আনচান।

কত পশু আছে জানো
আমাদের পৃথিবীতে,
এসো আমরা পণ করি
ওরা থাকুক আমাদের সাথে।

Wednesday, August 14, 2019
Topic(s) of this poem: animals
POET'S NOTES ABOUT THE POEM
A Bengali rhyme on NAMES OF ANIMALS for Preprimary, Standard-I and Standard-II students....
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 14 August 2019

এসো আমরা পণ করি ওরা থাকুক আমাদের সাথে।...You have brilliantly penned this wonderful poem.

1 0 Reply
RAJAT GHOSH 15 August 2019

Thanks you sir...

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success