আটপৌরে জবাব ।। সারা লুই পেরসন Poem by Rahman Henry

আটপৌরে জবাব ।। সারা লুই পেরসন

Rating: 5.0

.
যা কিছু দেখতে পাচ্ছি কেবলই দূরত্ব,
মাঝখানে নেই কোনই শূন্যস্থান,
বিপুল পাথর বিশ্রামের ঠাঁইহীন,
সাংঘাতিক জলপ্রপাতও গর্জনবিহীন।

আঁধার-অধিগৃহীত আসমানে আলো নেই,
যখন হাঁক পাড়ছি হচ্ছে না কোনই প্রতিধ্বনি,
অসহায়, হারিয়ে যাচ্ছে, ডুবন্ত বালির অতলে,
বৃষ্টির পরও ফুটছে না রঙধনু।

দু'জনেরই ভগ্ন হৃদয়, হারিয়ে যাচ্ছে প্রেম,
সুবিচার নেই মিথ্যাসমূহে,
জ্ঞাত সত্যেও কোনও উপশম নেই,
প্রশ্নগুলো লটকে আছে আটপৌরে জবাবে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* সারা লুই পেরসন [১৪ অক্টোবর ১৯৬৬ - ]:
বৃটিশ কবি। জন্ম যুক্তরাজ্যের টেলফোর্ডে। পনের বছর বয়সে তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায়। বিবাহোত্তর জীবনে কয়েক বছর ডেনমার্কে কাটিয়েছেন। বসবাস করেছেন লন্ডন ও লীডসে। বর্তমানেওয়েলিংটনে বাস করছেন। পেরসনের প্রথম কবিতাগ্রন্থ: A Silver Lining

.
#SarahLouisePerssonPoems
.

This is a translation of the poem Casual Replies by Sarah Louise Persson
Monday, September 16, 2019
Topic(s) of this poem: disappointment,love lost,sigh
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success