অন্য যে কারণে বাড়িতে বন্দুক রাখি না ।। বিলি কলিন্স
●
.
পড়শিদের কুকুরটা ঘেউ ঘেউ থামাবে না।
একই নাদে ভুকছে, ছন্দময় ডাক
ওরা বাড়ির বাইরে গেলে প্রত্যেকবারই যেটা সে করে।
বাইরে যাবার সময় ওরা হয়তো তার সুইচটা চালু করে যায়।
পড়শিদের কুকুরটা ঘেউ ঘেউ থামাবে না।
বাড়ির সবগুলো জানালা বন্ধ করে দিচ্ছি
আর বিঠোভেনের সিম্ফনী চালু করছি পূর্ণ বিস্ফোরণে
কিন্তু এখনও সংগীতের ভেতর দিয়ে ওর গর্জন শুনতে পাচ্ছি,
ভুকছে, ভুকছে, ভুকছে,
আর এখন ওকে আমি অর্কেস্ট্রার ভেতর বসে থাকতে দেখছি,
ওর মাথাটা আত্মবিশ্বাসে উঁচিয়ে রাখা যেন-বা তার সিম্ফনীতে
বিঠোভেন গর্জনরত কুকুরের একটা অংশও যোগ করেছে।
রেকর্ডটা যখন একদম শেষ হচ্ছে তখনও সে ঘেউ ঘেউ করছে,
কাঠের বাঁশিটার অংশে বসে হাঁক হেঁকে চলেছে,
ওর চোখ বিদ্যুৎ-সংযোগের তারে নিবদ্ধ যেটা তাকে
ব্যাটন দিয়ে পেটাচ্ছে
যখন অন্যান্য সংগীতবিশারদগণ সমীহের সাথে
চুপচাপ গর্জনরত কুকুরের একক সংগীত শুনছে
স্বরলিপির সেই উপসংহার যা উদ্ভাবনী প্রতিভায়
সর্ব প্রথম সংযোজনা করেছিলেন বিঠোভেন।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* বিলি কলিন্স (২২ মার্চ ১৯৪১ -) : মার্কিন কবি ও শিক্ষাবিদ; ২০০১-২০০৩ মেয়াদে সে দেশের পোয়েট লরিয়েট ছিলেন। কলিন্সের জন্ম ম্যানহাটানে; বসবাস করছেন নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক গণগ্রন্থাগার তাকে ‘সাহিত্য সিংহ' উপাধীতে ভূষিত করেছে।
.
#BillyCollinsPoems
.
Beautiful bengali translation