<<<ভারতবাসী Poem by Abdul Wahab

<<<ভারতবাসী

Rating: 5.0

ভারতবাসী
Poet - -আব্দুল অহাব (Abdul Wahab)

আমি ভারতবাসী
আমার বুকে বাজে
বাঁশি
সুর তুলে ভারাতের ।

তার নদ-নদী
আমার শিরা ধমনী
তাতে করে চলে স্পন্দন
ভারতের ।

ভারতের জল
আমার রক্ত
পল পল
করে চলে সেবা
ভারতের ।

ভারতের হাওয়া
আমার নিশ্বাস
হৃদয় আমার তারই আকাশ
তারই দুঃখে ব্যথিত হই
তারই আনন্দে করি উল্লাস ।

ভারতের চন্দ্র
ভারতের সূর্য
আমার দুটি নয়ন
তার রুপ দেখে মুগ্ধ আমি
আভিভুত - -
আমার মন ।

হতে পেরেছি কি,
না পারিনি
তার যোগ্য সন্তান
এ প্রশ্ন এখন অবান্তর
কিন্তু আমার দৃড় বিশ্বাস
সম্মান রক্ষা তার
সম্মান রক্ষা আমার ।

Monday, July 21, 2014
Topic(s) of this poem: independence
COMMENTS OF THE POEM
Aftab Alam Khursheed 16 August 2014

bharatwasi is a nice poem, patriotic poem thanks

0 0 Reply
Ramesh Rai 16 August 2014

Khub bhalo lekha hayechhe. Thank you so much for sharing.l

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success