চিত্রকল্প ঢেউয়ে চেপে ।। রত্নাকর মাণ্ডলিক Poem by Rahman Henry

চিত্রকল্প ঢেউয়ে চেপে ।। রত্নাকর মাণ্ডলিক

Rating: 5.0

চিত্রকল্প ঢেউয়ে চেপে ।। রত্নাকর মাণ্ডলিক

.
বিষাদতরঙ্গে চেপে
চিত্রকল্প স্রোতময় হড়কে যেতে যেতে
পরিত্রাণ সাধনায়
কবির কল্পনা উড়ে ওঠে।

জন্মসূত্রে পাওয়া পোড়া দলিল হাতে
ঐশ্বরিক আশীর্বাদকে
হজম করে, গুহায় বসা ঋষি
দারিদ্র্যাঘাতেও অনুভব করে সুখ ও আরাম।

উত্তরাধিকার বলে সর্বত্রগামী
সর্ব শব্দ শাসনে সক্ষম,
নক্ষত্রপুঞ্জের অধিপতি
স্বপ্নের সওদা করে মানবিক দুনিয়ার সাথে।

দীর্ঘায়ু হোক সেই স্বপ্নবণিক
তার আনন্দ ঝরনারা মুগ্ধ করুক আমাদের।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রত্নাকর মাণ্ডলিক (২৯ আগস্ট ১৯৫০ -) : ভারতীয় কবি। জন্ম অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। ভারত সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ছিলেন। অবসর জীবনে, মধ্য প্রদেশের পুনেতে বসবাস করছেন। উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: Glimpses Of Life (collection of poems): Rhythm Of Life; Romance With Democracy;

.
*
#RatnakarMandlikPoems
.

This is a translation of the poem Riding The Waves Of Imagery by Ratnakar Mandlik
Sunday, November 5, 2017
Topic(s) of this poem: human nature,imagery,imagination,poet,salvation
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success