গাছতলায় বসে আছে এক বৃদ্ধ ।। কিনিসো মোগেল Poem by Rahman Henry

গাছতলায় বসে আছে এক বৃদ্ধ ।। কিনিসো মোগেল

গাছতলায় বসে আছে এক বৃদ্ধ ।। কিনিসো মোগেল

.
গাছতলায় বসে আছে এক বৃদ্ধ
মগডালে দাঁড়িয়ে থাকা বালকের চে'
বেশি দূর অব্দি দেখতে পাচ্ছে
বৃদ্ধ বসে আছে পাহাড়ের পাদদেশে
চূড়ায় দাঁড়ানো বালকের চে' অধিক দূরান্ত দেখতে পাচ্ছে
বৃদ্ধটি অসম প্রজ্ঞা অর্জন করেছে
বালক ভাবছে মূর্খামিই প্রজ্ঞা

যখন জ্যেষ্ঠ মানুষটি উপদেশ দিতে চায়
বালকটি ভেংচি কেটে হাসে
যখন বালকটি বাবার চে' লম্বা হয়ে উঠলো
ভাবলো যে, সে তার বাবার চে'ও বয়োজ্যেষ্ঠ হয়েছে
সে জন্যই, বেশির ভাগ যুবা কবরে কবরে
সে কারণেই, বেশিরভাগ যুবা কারাগারগুলোতে
ফলাফলে, অধিকাংশ যুবা মরণাপন্ন, শুয়ে আছে হাসপাতালসমূহে
সে জন্যই, অনেকে মৃত্যুবরণ করে তরুণ বয়সে
সেজন্যই, অনেকে বার্ধক্য আস্বাদন করতে পারে না
তারা জ্যেষ্ঠদের কথায় কর্ণপাত করতে অস্বীকৃতি জানায়
জ্যেষ্ঠদের উপদেশ তারা অবমাননা করে
গাছের মগডালে দাঁড়িয়ে ভ্রমমগ্ন বালক বিশ্বাস করে
যে, গাছতলায় বসা বৃদ্ধের চে' বেশি দূর-অব্দি দেখতে পাচ্ছে সে
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* কিনিসো মোগেল (২৫ সেপ্টেম্বর ১৯৭৮ -) : সোয়াজিল্যান্ডের কবি। বিবাহিত। চার সন্তানের জনক, কিনিসো, নিজ দেশের ‘পাপমুক্তি গীর্জা'য় একজন জ্যেষ্ঠ মেষপালক হিসেবে কাজ করছেন।
.

*
#QinisoMogalePoems
.

This is a translation of the poem An Old Man Sitting Under A Tree by Qiniso Mogale
Thursday, November 9, 2017
Topic(s) of this poem: advice,modern,old age ,philosophical ,wisdom,youth
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success