জ্যামিতিক কষ্ট Poem by Mohamed Zulfikar Ali

জ্যামিতিক কষ্ট

সারিবদ্ধ বাড়ি। বর্গাকৃতি আয়তন।
পথগুলো সরলরেখা। সুন্দরতম।
একই প্রকৃতি। চিত্রে সমগোত্র।
ভিন্ন কেবল প্রত্যেক নম্বরপ্লেট।

আহা। উত্তরে তাকাও। সবুজ পর্বত।
কার্পেট বিছানো শয্যা। স্তর স্তর সাজ।
শিলাময় ঝর্ণা।

বৃত্তের পৃথিবী। ভিন্ন দেশ স্থান কাল পাত্র।
মানচিত্রের আকৃতি। নন্দন রূপকল্প।
অভিন্ন রক্তের রং।
এক বৃত্তে বসবাস। তবু বৈরি পরস্পর।
চোখের জলের যেই ফোটাটি ফেললাম
সেটি ছিল বৃত্তকার।

কবিতাটি গোল মরিচের পথ্য বইয়ে প্রকাশিত হয়েছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success