দ্রৌপদী Poem by Madhabi Banerjee

দ্রৌপদী

Rating: 4.3

দ্রৌপদী
মাধবী বন্দ্যোপাধ্যায়


মা দেখ এই কবি না মহাভারতের এক চরিত্র
যুধীষ্ঠিরকে নিয়ে কবিতা লিখেছে।
‘মহাভারত কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যে
তার থেকে কেউ আইডিয়া নিতে পারবে না' আমি বললাম
‘ইচ্ছে করলে তুমিও অনুসরন করতে পার'।
মেয়ে জবাব দিল ‘তাহ'লে আমারও দ্রৌপদীর মতো পাঁচটি স্বামী চাই'।
সে তুমি চাইতেই পার কিন্তু তার আগে তোমাকে দ্রৌপদীর মতো হতে হবে'
-মানে
-হতে হবে তোমাকে দ্রৌপদীর মতো সর্বগনসম্পন্না
সহনশীলা, বুদ্ধিমতী, কৃষ্ণসখী রাজনন্দিনী রন্ধনপটীয়সী
সঙ্গীতজ্ঞা সুকেশিনী সুবেশিনী সুলগ্না সুহাসিনী
সুভাষিনী যাজ্ঞসেনী অমেঘবাহিনী দামিনী
নীলোৎপলবর্না নীলোৎপলগন্ধা
ব্যক্তিত্বময়ী এক নারী চরিত্রের অধিকারিনী।

Saturday, August 22, 2020
Topic(s) of this poem: personality
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 22 August 2020

অসাধারণ ব্যক্তিত্ববোধ আর নারী অধিকারময় লেখে যদিও আমরা যারা পুরুষ চার-পাঁচ নারীতে গমন করি তারা কেউ শ্রীকৃষ্ণের চরিত্রের অধিকারী নই; তবে নারীতে ক্যানো এসব গুণসম্পন্না হতে হবে?

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success