আফসোস হায় কে কাকে বুঝায়/ Afsus Hay Ke Kake Bujhay Poem by Rhymer Rhymer

আফসোস হায় কে কাকে বুঝায়/ Afsus Hay Ke Kake Bujhay

সউদি ফতোয়ায় মঙ্গলে যাওয়া হারাম!
তাদের ফতোয়ায় তো টেলিফোনও হারাম ছিল
পরে কুরআন পড়ে টেলিফোনে শুনে তা হালাল করা হয়েছে!
এইখানেই অবাক করা বিষয়
আল্লাহ বলেছেন সৃষ্টিজগতের সীমা পার হতে পারব না
মহাআকাশের সীমা পার হতে পারব না
বিশ্বব্রহ্মান্ড পার হতে পারব না।
আল্লাহ তো বলেন নাই
বায়ুমন্ডল পার হতে পারব না
পৃথিবীর মাধ্যাকর্ষণ এলাকা পার হতে পারব না
সৌরজগত পার হতে পারব না।
এটা তো খুবই স্বাভাবিক যে
সৃষ্ট সৃষ্টির সীমা পার হতে পারবে না, তার দৈহিক ফর্ম তাকে সাপোর্ট করবে না।
তবে, এই কথা আমাদের মানুষদের উপর এবং অপরাপর সাধারণ সৃষ্টির উপর প্রযোজ্য।
কুরআন, মানুষের রূহ এবং নূরে মুহাম্মাদি অসৃষ্ট

যা আল্লাহর অংশও নয় তা সক্ষম
কেননা, কুরআন আল্লাহ থেকে, সৃষ্টির বাইরে থেকে এসেছে,
তথাপি মানুষের রূহ আল্লাহর ফুতকার
এবং রাসূল দ. বিষয়ে বলেন,
"তোমরা চাইলেই আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না"।
আর যে আল্লাহ বলছেন,
পার হতে পারব না,
সে আল্লাহই মিরাজ সম্পর্কে বলছেন,
তা ছিল এত নিকটে যে,
দুটা তীরকে পরস্পর ক্রস করে রাখলে তাদের ছেদবিন্দু যে পরিমাণ দূ্রত্ব তৈরি করে তা নয়,
বরং তারচেও নিকটে আল্লাহ ও তার রাসূল দ. অবস্থান করেছিলেন।
সবগুলো বিষয়ই সরাসরি কুরআন থেকে নেয়া।



((সংগৃহীত))

আফসোস হায় কে কাকে বুঝায়/ Afsus Hay Ke Kake Bujhay
Monday, May 7, 2018
Topic(s) of this poem: thinking
POET'S NOTES ABOUT THE POEM
Free EPS file Light effect abstract backgrounds vectors 04
Name: Light effect abstract backgrounds vectors 04
Files source: Go to Website
License: Creative Commons (Attribution 3.0)
Categories: Vector Abstract, Vector Background
File Format: EPS
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success