তিরিশ বছর পরে (After Thirty Years) - Language: Bengali Poem by Malabika Ray Choudhury

তিরিশ বছর পরে (After Thirty Years) - Language: Bengali

তার সঙ্গে দেখা হলো তিরিশ বছর পরে,
 
কেমন আছো? ভালো?
 
এই তো পরিচয়ের প্রথা,
 
নয় যার সঙ্গে দেখা তিরিশ বছর পরে!
 
নয় যাকে দেখার জন্যে আকুল হতো মন, (এখনো হয়) ,
 
মনে হতো একসঙ্গে হেটেছি হাজার বছর ধরে!
 
 
কবে তাকে শেষ দেখেছিলেম? কোথায়?
 
মনে আছে সেই গ্রীষ্মের বেলা, রোদের তাপে লাল হয়ে যাওয়া মুখ,
 
তার হলুদ শাড়ী, বেগুনী পাড়,
 
মনে আছে সেই লাইব্রেরীর লাইন,
 
বইয়ের পেছনে কম্পিত এক বুক,
 
কম্পিত এক সুখ -
 
তার গভীর চোখে ছিল কিছু আশা,
 
হয়তো বা কথা হবে,
 
চলে যেতে দিলাম সে মুহূর্তটাকে, হলো না সে কথা!
 

কি ছিল বিধাতার মনে,
 
সেই না-বলা কথা কবিতা হয়ে রয়ে গেলো প্রাণে,
 
বলা হলো না -
 
কে জানতো আবার দেখা হবে
 
তিরিশ বছর পরে! ! ! !
 
 
 
 

 

Monday, April 16, 2018
Topic(s) of this poem: love and life,memory
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee 17 April 2018

ভাল হয়েছে। না বলা কথা কবিতা হয়ে গেল। romantic ।

1 0 Reply

Perhaps all poets are romantic! Thank you for reading, your comments inspire me!

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success