আলেম এর রুপ কি হবে/ Alem Er Rup Ki Hobe Poem by Rhymer Rhymer

আলেম এর রুপ কি হবে/ Alem Er Rup Ki Hobe

আলেম সমাচারঃ আলেম এ হক কে
আলেমে বিল্লাহ...
শুধু আল্লাহ সুভান ওয়া তা'আলাকে জানে
তাঁর হুকুম সমুহ জানে না...
আলেমে বিয়াম্রিল্লাহ...
শুধু তাঁর হুকুম সমুহ জানে
তাঁকে জানে না...
আলেমে বিল্লাহ বি আম্রিল্লাহ...
আল্ললাহকে জেনে হুকুম আহকাম মানেন
আলেমে বিল্লাহ বি আম্রিল্লাহ ই হলেন প্রকৃত মুসল্মান আর মু'মিন।
আল্লাহ বলেন" যিনি আল্লাহর ভয়ে সদা কম্পমান" এমন কোন জন? ?
**যে হাদিস মুখস্থ করে সে আলেম নয় বরং যে আল্লাহকে ভয় করে তাকে আলেম কয়**
**আবার শুধু তথ্য সংগ্রহ বা কণ্ঠস্থ নয় বরং আল্লাহর নুরে নূরানি হতে হয়**


(মুল সুফিয়ান ছউরি রহঃ বর্ণীত হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে))

Friday, January 25, 2019
Topic(s) of this poem: wisdom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success