আমাকে এঁড়ে গরু তুমি ভেবো না (Amake Enre Goru Tumi Bhebo Na) Poem by Arun Maji

আমাকে এঁড়ে গরু তুমি ভেবো না (Amake Enre Goru Tumi Bhebo Na)

Rating: 5.0

তোমাকে দেখলেই
খিদে খিদে ভাবটা ​আমার ​
মাথা চাড়া দিয়ে উঠে।
ধূলিকণা ​সম দেহ নিয়ে
সমুদ্র সমান খিদে জাগে।

​ইচ্ছে হয়
এখনই এফোঁড় ওফোঁড় করে দিই
​সাজানো বাগান তোমার।

তা​ই ​বলে
আমাকে পেটুক তুমি ভেবো না।
​তুমিই বলো, ​
কত ​তো ​মন্ডা মিঠাই
দই শরবত ​সাজিয়ে রাখে মা তোমার।​
​কই, সেগুলো তো আমি ছুঁই না!
কক্ষনো ছুঁই না।

আসলে ​কি জানো, ​
খিদেটা ​আমার ​একটু 'ইয়ে' টাইপের।
খালি পেটে খিদে পায় না।
কিন্তু তোমা​কে হাসতে দেখেলেই
আমার হাইপোথ্যালামাস উন্মাদ হয়ে উঠে।
সেরিব্রাম ​কাঁসর ঘন্টা বাজিয়ে বলে ​
"মালবিকা চাই, মালবিকা ​চাই"।

মাইরি​ বলছি, ​
আমাকে পেটুক তুমি ভেবো না।
কত সুন্দর ​তো ​চা বানাও তুমি!
কিন্তু মন ​কি তাতে ​ভরে আমার?
ভরে না। ​কক্ষনো ভরে না।

আসলে কি জানো? ​
চা আমি খাই না।
চায়ের অজুহাতে,
​চায়ের ​কাপে লেগে থাকা
তোমার স্পর্শ চেঁটে পুঁটে খাই।

​আচ্ছা, মাঝে মাঝে
কাপে​,
তোমার ঠোঁটের রঙ​ একটু গুলে দিতে পারো না?
প্লেটে,
তোমার চুলের সুগন্ধ​ একটু মেখে দিতে পারো না?
চায়ে ​চিনি না দিয়ে ​
তোমার বুকের সুগন্ধ ​একটু ​গুলে ​দিতে পারো না?

তা​ই ​বলে
আমাকে পেটুক তুমি ভেবো না।
কত তো কাবাব বিরিয়ানি এ জগতে
আম জামরুল ​এ ​​ভূ ভারতে।
​কই, ​সেগুলো তো আমি ছুঁই না!
কক্ষনো ছুঁই না।

অথচ ​দেখো,
আমার নেশা কেবল ​
তোমার জ্যোৎস্না ​হাসিতে!
তোমার সদ্য কুসুমিত পুষ্পের
অনাঘ্রাত মধুতে!

ইচ্ছে হয়
লন্ড ভন্ড করে তছনছ ​করি
​সাজানো বাগান ​তোমার। ​
এঁড়ে গরু ​সেজে
চষে ফেলি ​আবৃত ​ক্ষেত​ তোমার​!

​তবুও
আমাকে এঁড়ে গরু তুমি ভেবো না।
কত তো সবুজ এ জগতে।
সেগুলো তো আমি চাই না!
​কক্ষনো চাই না।

​অথচ কি আশ্চর্য্য বলো,
আমার নেশা কেবল
​তোমারই সদ্য সবুজ ক্ষেতে! ​
​তোমারই উপচে পড়া উন্মত্ত নদীতে! ​

​তাই বলে
আমাকে এঁড়ে গরু তুমি ভেবো না।
আসলে আমার নেশা কেবল
​তোমারই ​আগুনে।
তোমার ​কাজল ​চোখের
​অতৃপ্ত ​আগুনে।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

আমাকে এঁড়ে গরু তুমি ভেবো না (Amake Enre Goru Tumi Bhebo Na)
Wednesday, September 20, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,beauty,desire,love,love and dreams,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success