আমাকে ছোট্ট একটু হাসি দাও (Amal) Poem by Arun Maji

আমাকে ছোট্ট একটু হাসি দাও (Amal)

আমাকে একটু হাসি দাও।
জ্যোৎস্নার মতো শান্ত স্নিগ্ধ হাসি
ফুলের মতো পবিত্র অমলিন হাসি
পরিত্যক্ত নীড়ের মতো প্রশান্ত হাসি
নারী বুকের খাঁজের মতো সুগভীর মায়াময় হাসি
রাতের আঁধারের মতো কৌতূহলী হাসি।

আমাকে
ছোট্ট একটু হাসি দাও।
যা নিজের থেকে নিজেকে ছিনিয়ে নেয়
জন্ম মৃত্যু জড়াকে পরাজিত করে
যন্ত্রণার বুকে স্বপ্ন এঁকে
জীবনকে কাব্য বানাতে পারে।

ওহে নারী
মাংসল বুকের সৌষ্ঠবে- কেবল ক্ষণিকের নিবৃত্তি হয়।
পুরুষ বুকের শূণ্যতা কখনো ভরে না।
হৃদয় আমার শূণ্য বলেই তো
তোমার মাংসল বুকে
ক্ষুধার্তের মতো এতো ঝাঁপিয়ে পড়ি আমি।

হাসির জ্যোৎস্নায় যদি
একটু স্বপ্নে আঁকতে দিতে
এতো কি হিংস্র হতাম আমি?

প্রেম আমি চাই না। আলিঙ্গন আমি চাই না।
আমাকে একটু হাসি দাও।
ছোট্ট শিশুর মতো নির্মল পবিত্র হাসি
নক্ষত্রখচিত আকাশের মতো
সদাহাস্যময় হাসি।
কৃষ্ণচূড়া ফুলের মতো আগ্নেয় রক্তবর্ণ হাসি
গোধূলি আকাশের মতো কোমল স্নিগ্ধ হাসি।

হাসি দাও
আমাকে ছোট্ট একটু হাসি দাও।

© অরুণ মাজী

আমাকে ছোট্ট একটু হাসি দাও (Amal)
Thursday, January 3, 2019
Topic(s) of this poem: kindness,life,love,pain,suffering
COMMENTS OF THE POEM
??????? ???????? 03 January 2019

খুব মূল্যবান একটা জিনিস।

0 0 Reply
Mahtab Bangalee 03 January 2019

wow wonderful expression and beautiful writings- ওহে নারী মাংসল বুকের সৌষ্ঠবে- কেবল ক্ষণিকের নিবৃত্তি হয়। পুরুষ বুকের শূণ্যতা কখনো ভরে না। হৃদয় আমার শূণ্য বলেই তো তোমার মাংসল বুকে ক্ষুধার্তের মতো এতো ঝাঁপিয়ে পড়ি আমি।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success