আমার সন্ধ্যা মালতি/Amar Sondha Maloti Poem by Rhymer Rhymer

আমার সন্ধ্যা মালতি/Amar Sondha Maloti

Rating: 5.0

সন্ধ্যা মালতি
কি রুপ রে বাবা
মায়াময়ী পাকা রং
রূপসী রূপবতী।

রঙের যাদু তোমার
কে দেখবে আর কে ভুগবে
ফুটলি কেন সন্ধ্যায়
আবছা অন্ধকারে?
তর কি মন বলে কিছু নাই?

নাকি রাতের অভিসারে
রঙ্গিন শাড়ীর আঁচলে
মায়াময় যাদুর প্যাঁচালে
বন্দি করো কোন রাজকুমার।

সারারাত অভিসারে
সকাল টা তাই ঘুমের কোলে
ঝরে পড়ে রুপের সব বাতি
রুপের রানী
রাতের রাতের রানী
আকাশনীলায় তোর প্রেম
আমি জানি সব জানি।

(পিক নেট)

আমার সন্ধ্যা মালতি/Amar Sondha Maloti
Sunday, May 13, 2018
Topic(s) of this poem: flower
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 04 September 2019

................. ............... সারারাত অভিসারে সকাল টা তাই ঘুমের কোলে ঝরে পড়ে রুপের সব বাতি রুপের রানী রাতের রাতের রানী আকাশনীলায় তোর প্রেম আমি জানি সব জানি।///// beautifully penned

1 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success