আমারই কাপুরুষতায় (Amari-I Kapurushotay) Poem by Arun Maji

আমারই কাপুরুষতায় (Amari-I Kapurushotay)

আমারই কাপুরুষতায়-
তুমি আজ আমার নও
আমি আজ আমার নই।

আমারই কাপুরুষতায়-
সবুজ পৃথিবী সুন্দর নয়
রামধনু আজ রংধনু নয়
যৌবন আজ উচ্ছ্বল নয়।

অথচ তুমিও চেয়েছিলে
আমিও চেয়েছিলাম।
তবু দুর্বল বুকে আমার
সাহস সেদিন হয় নি।
তোমাকে বিয়ের পিঁড়ি থেকে,
উঠিয়ে নিয়ে যেতে পারি নি।

আমারই কাপুরুষতায়-
তোমার ওষ্ঠ আজ আমার নয়
তোমার নাভিদেশ আমার নয়
তোমার স্বপ্ন আমার নয়।

অথচ তুমিও চেয়েছিলে
আমিও চেয়েছিলাম।
তবু ভীরু বুকে আমার
পৌরুষত্ব সেদিন জাগে নি।
তুমি যে আমার, কেবলই আমার;
গর্বের সাথে সেকথা
পৃথিবীকে বলতে পারি নি।

আমারই কাপুরুষতায়-
আমার স্বপ্ন আজ আমার নয়
আমার যৌবন আমার নয়
আমার রাত্তির আমার নয়
আমার মালবিকা আমার নয়।

আমারই কাপুরুষতায়।
© অরুণ মাজী

Painting: Thomas Kent Pelham

আমারই কাপুরুষতায় (Amari-I Kapurushotay)
Monday, October 2, 2017
Topic(s) of this poem: love,repentance,courage,coward
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success