আমি ভালো নেই (দ্বিতীয় খন্ড) (Ami Bhalo Nei - 2) Poem by Arun Maji

আমি ভালো নেই (দ্বিতীয় খন্ড) (Ami Bhalo Nei - 2)



মা
কেমন আছো তুমি?
ভালো?
জানো
আমি ভালো নেই।

কতই বা আর
যন্ত্রণা দেখা যায় মা?
আমিও তো মানুষ,
রক্ত মাংসের মানুষ!
নিজের যন্ত্রণা,
সে সয়ে গেছি।
কিন্তু বাইরের পৃথিবীর আঁধার?
সে যে বড় অসহ্য মা!

বারান্দায় দাঁড়িয়ে দেখো-
কি দেখতে পাচ্ছো?
ভরা পৃথিবী, অথচ ক্ষুধার্ত শিশু!
পূর্ণ গৃহ, অথচ শূণ্য হৃদয়!
মানুষের-
বুকে আতর, অথচ নখে আঁচড়!
প্রেমের প্রতিশ্রুতি আকাশে
অথচ ঘৃণার অট্টহাসি বাতাসে!

চারিদিকে কেবল
মিথ্যে আর মিথ্যে।
আজ
মিথ্যে শেখার নাম শিক্ষা
মিথ্যে শেখার নাম বুদ্ধিমত্তা
মিথ্যে শেখার নাম সভ্যতা।

মানুষ
যত বেশি পোশাকে আবৃত হচ্ছে
ভেতরে
তত বেশি নগ্ন হয়ে যাচ্ছে।

গতকাল লাস ভেগাসে,
ভদ্র এক মানুষ
সহস্র লোকের উপর
নির্বিচারে নির্দ্বিধায়
গুলি চালিয়ে দিলো।
হত শত মানুষ।
আহত সহস্র মানুষ।

কিন্তু কেন?
কি চায় সে?
সে নিজেও কি জানে?

ছ বছরের ছোট্ট লিসা
তার ঠাম্মার সাথে গান শুনতে গেছিলো।
গানে মশগুল তার ঠাম্মা
বুঝতেও পারে নি,
এক মিনিট আগে লিসা
মৃত্যর বুকে ঢলে পড়েছে!

গান শুনতে যাওয়ার আনন্দে আত্মহারা লিসা
তার মাকে,
হামি না দিয়েই বেরিয়ে গেছিলো।
মা তার জিজ্ঞেস করেছিলো-
'লিসা, হামি? '
লিসা হাত নেড়ে বলেছিলো-
'ফিরে এসে দেবো মা। '

লিসা ফেরে নি
ফুটফুটে মেয়েটা
আর ফেরে নি।

মানুষ কি উন্মাদ হয়ে যাচ্ছে মা?
মানুষ কি উন্মাদ হয়ে যাচ্ছে?
গ্রহ নক্ষত্র পৃথিবী
সবাই কি উন্মাদ হয়ে যাচ্ছে?

হিংস্র পশু,
সেও বিনা কারনে হত্যা করে না!
অথচ শিক্ষিত ভদ্র মানুষ,
তারা তাই করে।

কেন? কেন মা?

আর সহ্য করতে পারি না।
এ পৃথিবীতে,
বাসের অযোগ্য হয়ে উঠছি।

নিজের যন্ত্রণা,
তা সয়ে গেছি মা।
কিন্তু বাইরের পৃথিবীর হাহাকার?
আর সহ্য করতে পারি না।

আমি ভালো নেই মা
আমি ভালো নেই।

© অরুণ মাজী

আমি ভালো নেই (দ্বিতীয় খন্ড)  (Ami Bhalo Nei - 2)
Tuesday, October 3, 2017
Topic(s) of this poem: bangla,cry,depression,world conflicts,world peace
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success